শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের হালখাতা

শরীয়তপুর ও লাকসাম প্রতিনিধি

শরীয়তপুরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা হয়েছে। জেলা শহরের ধানুকা এলাকায় বসুন্ধারা সিমেন্ট শরীয়তপুরের পরিবেশক ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ আয়োজনে গতকাল এ হালখাতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) পলাশ আকতার। বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ন কবির, মাদারীপুর এরিয়া সেলস ম্যানেজার মশিউর রহমান, শরীয়তপুরের টেরিটোরি সেলস ম্যানেজার মতিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন শরীয়তপুর পৌরমেয়র অ্যাড. পারভেজ রহমান জন। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা হয়েছে। উপজেলার মাহিনী বাজারের একটি রেস্টুরেন্টে গতকাল হালখাতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা সিমেন্ট নাঙ্গলকোটের পরিবেশক জাফর আহমেদ মজুমদার। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা এরিয়া সেলস ম্যানেজার মো. মহিউদ্দিন। অনুষ্ঠান শেষে রিটেইলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি জাকারিয়া ছিদ্দিকী বলেন, বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে এটির মান অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে কোনো আপস করেনি। এ কারণে বাজারে বসুন্ধরা সিমেন্টের চাহিদা বেশি। শুধু সিমেন্টই নয়, বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্যই বাজারে সেরা। এ সময় বসুন্ধরা সিমেন্ট ক্রেতাদের আস্থা অর্জন করতে পারার পেছনে ভূমিকা রাখায় ব্যবসায়ীদেরও ধন্যবাদ জানান তিনি।

সর্বশেষ খবর