সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ট্রলার নিবন্ধনে যৌথ ক্যাম্প

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলের অনিবন্ধিত ফিশিং বোটের রেজিস্ট্রেশন ও নিবন্ধনকৃত বোটের সার্টিফিকেট অব ইনসপেকশন (সিওআই) প্রদানের লক্ষ্যে যৌথ ক্যাম্প সভা অনুষ্ঠিত হয়েছে। পায়রা নৌ-বাণিজ্য দফতরের আয়োজনে গতকাল দিনব্যাপী বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নে এ যৌথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক জেলে ও ট্রলার মালিক অংশগ্রহণ করেন। এ ছাড়া মৎস্যজীবীরা  ট্রলার নিবন্ধসমূহের নানা সংকট সমস্যাসহ ৬৫ দিন ও ২২ দিনের অবরোধে ভারতীয় সরকারের  সঙ্গে সমন্বয় করে একসঙ্গে দেওয়ার দাবি করা হয়।

 এ ছাড়া ভারতীয় ট্রোলিং ট্রলারের আগ্রাসন ঠেকাতে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

সর্বশেষ খবর