বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সেতু দুটি এখন মরণফাঁদ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সেতু দুটি এখন মরণফাঁদ

নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের দুদুয়ার খালের ওপর প্রায় ২ কিলোমিটারের মধ্যে নির্মিত আয়রন সেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পার হচ্ছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ দুই ইউনিয়নের প্রায় ৭ হাজার মানুষ। দ্রুত এ সেতু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, বাঘবেড় ও নয়াবিল ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে দুদুয়ার খাল। ২০১০ সালে টিআরের বরাদ্দে খালের ওপর দুটি আয়রন সেতু নির্মাণ করা হয়। গত কয়েক বছরে পাহাড়ি ঢলে সেতু দুটির দুই পাশের মাটি ধসে খুঁটিগুলো দেবে যায়। খুঁটি দেবে যাওয়ায় ভেঙে পড়ে স্লিপার। তা ছাড়া ক্রস অ্যাঙ্গেলে মরিচা ধরে সেতুটি ব্যবহার-অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা স্লিপারের ওপর বাঁশ বেঁধে দিয়েছেন। বিকল্প না থাকায় নড়বড়ে ও ভেঙে যাওয়া এ সেতু দিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। এ ছাড়া সেতু দিয়ে চলাচল করতে পারছে না কোনো যানবাহন। এতে বিপাকে পড়েছেন অভ্যন্তরীণ রুটের যাত্রী ও ব্যবসায়ীরা। স্থানীয় মনিরুজ্জামান, মোসলেম ও তালেব জানান, ব্রিজ দুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যাতায়াত করা এখন মুশকিল। শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া ও সোহেল রানা জানায়, ‘প্রতিদিন আমরা ভয়ে ভয়ে সেতু পার হয়ে স্কুলে যাই। স্কুলে যেতে না হলে এ  সেতুতে কখনই উঠতাম না।’

একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বলেন, ‘আমি চার বছর আগে এ স্কুলে যোগদান করি। তখন থেকেই ব্রিজ দুটি বাজে অবস্থা দেখছি। শুনি ঠিক হবে, কিন্তু আজও হয়নি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ‘শুনেছি ব্রিজ দুটির অবস্থা খুব খারাপ। জরুরি ভিত্তিতে সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর