বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে অবরোধ ভাঙচুর আগুন

গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিলেন শ্রমিকরা। দুপুর পৌনে ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়ার কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের পোশাক কারখানার ইলেকট্রিশিয়ান মনির হোসেন (২৭)। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী শৌখিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। -গাজীপুর প্রতিনিধি

গার্মেন্টকর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গার্মেন্ট কর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রাতভর আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো- আলমগীর হোসেন, মাহফুজুর রহমান ও আবদুল গাফফার। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন হয়েছে। গ্রেফতারকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার আলমগীর ও বাদী একই গার্মেন্টসে কর্মরত। অফিসে আলমগীর তাকে কুপ্রস্তাব দিত। এতে অসম্মতি জানিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকরিচ্যুত করে। গত রবিবার রাতে মেয়েটি কর্মস্থল থেকে বের হলে আলমগীর কৌশলে তাকে অটোরিকশায় বক্তাবলী চর রাজাপুরে মুরগির খামারে নিয়ে যায়। সেখানে আলমগীর, মুন্না ও গাফফার রাতভর মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে।  -নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪

কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। উপজেলার সফিপুর বাজারের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে আজিজ মিয়া নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আটক আজিজ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার নবীর হোসেনের ছেলে। আহতরা হলেন- কালিয়াকৈরের মৌচাক এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী খালেদা বেগম, জয়পুরহাটের পাঁচবিবির ভুট্টো মিয়া, দিনাজপুরের পার্বতীপুরের আমিনুল ইসলাম। অপরজনের পরিচয় জানা যায়নি। এলাকাবাসী ও পুলিশ জানায়, সফিপুর বাজার এলাকার ফাস্ট সিকিউরিটি ইসলামী বাংক শাখা থেকে মঙ্গলবার বেলা ১২টার দিকে খালেদা বেগম ১ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হয়ে নিচে নামামাত্র ছিনতাইকারী খালেদার ভেনেটি ব্যাগ ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও তিনজনকে ছুরিকাঘাত করে। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর