সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

১৫ দিন পর মধ্যপাড়া খনি থেকে পাথর তোলা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলন ১৫ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে। সচল হয়েছে পাথর তোলার কার্যক্রম। গতকাল সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে। এর আগে ১২ মার্চ বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ ও জিটিসি। জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদনে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় জিটিসি। অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহ করার দায়িত্বে থাকা খনি কর্তৃপক্ষ সময়মতো সরবরাহ না করায় উৎপাদন বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।

সর্বশেষ খবর