সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

৫০ বছর পর নিজ ভাষার স্কুল পেল ত্রিপুরা পল্লী

কুমিল্লা প্রতিনিধি

৫০ বছর পর নিজেদের মাতৃভাষার স্কুল পেয়েছে কুমিল্লার ত্রিপুরা সম্প্রদায়। গতকাল সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সালমানপুরে স্কুলটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান। সভাপতিত্ব করেন সদর দক্ষিণের ইউএনও শুভাশীষ ঘোষ।

জানা যায়, লালমাই পাহাড় এলাকার সালমানপুর, জামুড়া, বৈষ্ণবমুড়া, সদরের হাদকপুরে ৯৮টি ত্রিপুরা সম্প্রদায় পরিবার বসবাস করে। ত্রিপুরা পল্লীর স্কুলে ২৫-৩০ জন শিশু ককবরক ভাষা শেখার সুযোগ পাবে। উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ককবরক ভাষা শেখার বই প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর