শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে ফসলহানির শঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি

শিলাবৃষ্টিতে ফসলহানির শঙ্কা

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার পাহাড়ি অঞ্চলে শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে ফসল হানির আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন এবং বড়ুয়াকোনা, নলচাপ্রা, নাজিরপুরসহ কয়েকটি গ্রামে গতকাল বিকালে ৫-৭ মিনিট এ শিলাবৃষ্টি হয়। এতে শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনিতেই উজানের ঢলে ধনু নদের পানি বেড়ে বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে। বেড়িবাঁধ রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষকরা। তার ওপর শিলাবৃষ্টিতে অনেকেই আতঙ্কিত। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী জানান, চার থেকে পাঁচ মিনিটের এ শিলাবৃষ্টি উপজেলার লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের কয়েকটা গ্রামে হলেও ফসলের কোনো ক্ষতি হয়নি।

সর্বশেষ খবর