সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ গাছতলায় রোগী

ফরিদপুর প্রতিনিধি

ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ গাছতলায় রোগী

ফরিদপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুধু ফরিদপুর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ১৫৪ জন রোগী। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও হাসপাতাল চত্বরের গাছতলায়। অসহনীয় গরমের মধ্যে খোলা আকাশের নিচে রোগীদের চিকিৎসাসেবা নিতে দেখা গেছে। ডায়রিয়া রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ফরিদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি না করায় চাপ বেড়েছে ফরিদপুর জেনারেল হাসপাতালে। এ হাসপাতালটিতে ডায়রিয়া রোগীর বেড সংখ্যা মাত্র ১০টি। কিন্তু রবিবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের জনবলের অভাব ও শয্যা সংখ্যা কম থাকায় অনেকেই হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডায়রিয়া ওয়ার্ডের বাইরেও রোগীরা থাকতে বাধ্য হচ্ছেন।

সর্বশেষ খবর