শিরোনাম
বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

৯৯৯-এ ফোন, বন্ধ বাল্যবিয়ে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে ৯৯৯-এ ফোন করার পর বন্ধ হলো এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বিয়ে। উপজেলার ঢোলসমুদ্র এলাকায় গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রীর নাম কনিকা আক্তার। সে উপজেলার বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে পারিবারিকভাবে কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। সোমবার রাতে তাদের বিয়ের আয়োজন চলছিল। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েলসহ কয়েকজন পুলিশ সদস্য ছাত্রীর বাড়িতে যান। পরে ইউএনওর নির্দেশে পুলিশ বিয়ে বন্ধ করে দেন। ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ছেলে-মেয়ের বাল্যবিয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য দুই পরিবারকে শতর্ক করে দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর