বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দাবি

নওগাঁ প্রতিনিধি

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে আদিবাসী নেতারা। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে মানবাধিকার সংস্থা ব্রতী ও উন্নয়ন সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) কর্মীরা অংশ নেন। গতকাল সকাল থেকে নওগাঁ শহরের আব্দুল জলিল শিশু পার্কের সামনে জড়ো হয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে পৌঁছায়।

সর্বশেষ খবর