শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

নির্মাণের পর থেকেই অকেজো সেতু

মৌলভীবাজার প্রতিনিধি

নির্মাণের পর থেকেই অকেজো সেতু

মৌলভীবাজারের কুলাউড়ায় সংযোগ সড়কবিহীন সেতু -বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে নির্মিত সেতুটি স্থানীয়দের কোনো কাজে আসছে না। নির্মাণের পর থেকেই অকেজো পড়ে আছে। সুবিধাবঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ভুকশিমইল ইউনিয়নের ফানাই নদীর ওপর এ সেতু বরাদ্দ হয়েছিল। ফানাই নদী ৮০ ফুট দীর্ঘ থাকায় এ বাজেটে সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। জায়গা পরিবর্তন করে বর্তমান স্থানে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩৮ ফুটের সেতুটি তৈরি করা হয়। সরেজমিন দেখা যায়, সেতুতে ওঠার রাস্তা নেই। এলাকাবাসী বলেন, সংযোগ রাস্তা না থাকায় সেতু আমাদের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক নির্মাণ হলে দুটি গ্রামের যোগাযোগ অনেকটা সহজ হবে। শিক্ষার্থীরাও সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। বিশেষ করে হাকালুকি হাওরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। রাস্তা না থাকায় ব্রিজটি অকেজো পড়ে আছে। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, বরাদ্দ অন্য জায়গায় এসেছিল। সেখানে স্থাপন না হওয়ায় বরাদ্দ চলে যাচ্ছিল। তাই এখানে সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ওই জায়গায় ব্রিজটি করা হয়েছে। চেয়ারম্যান বলেছেন এখানে রাস্তা করে দেবেন।

সর্বশেষ খবর