শিরোনাম
শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

উদীচীর জাতীয় সম্মেলন শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগানে শুরু হলো উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে গতকাল তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র ম ল। জাতীয় সংগীতের সুরে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আলোচনায় অংশ নেন নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কবি গোলাম কিবরিয়া পিনু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী নিখিল দাস। সভাপতিত্ব করেন উদীচির সভাপতি অধ্যাপক ড. শফিউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ ইদুকে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সম্মাননা জানানো হয়। আলোচনা শেষে নাচ, গান আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পীরাসহ দেশবরেণ্য শিল্পীরা। এর আগে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। কাল শনিবার শেষ হবে তিন দিনের এ সম্মেলন।

সর্বশেষ খবর