সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

১৭ কোটি মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে

-এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

১৭ কোটি মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও সাহস বৃদ্ধি পেয়েছে। এই নির্মাণের মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর এগিয়ে গেল। পদ্মার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা তৈরি হলো। আগামী ২৫ জুন ১৭ কোটি মানুষের দৃষ্টির মোহনা হবে পদ্মার পাড়। গতকাল শরীয়তপুর জেলা প্রশাসনের সঙ্গে ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, পারভিন হক সিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর