শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

সেই বাঁধ অপসারণ

চরভদ্রাসন প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে লোহারটেক কোলের (খাল)  সেই আড়াআড়ি বাঁধটি অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা এগারোটা হতে বিকাল ৩টা পর্যন্ত সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের বড়  সেতু থেকে জাকেরেরসুরা সেতু পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ভেসালের জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল দুটি উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।

প্রসঙ্গত সাম্প্রতিক বর্ষার কারণে লোহারটেক কোল ও পদ্মা নদীর সংযোগস্থল দিয়ে পানির সঙ্গে বিভিন্ন খালবিলে ছোটবড় দেশি বিভিন্ন প্রজাতির মাছ প্রবেশ করছে।

আর সে সুযোগে লোহারটেক কোলের বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী ও আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ নিধন করে আসছিল মৎস্য শিকারীরা। গত বুধবার বাংলাদেশ প্রতিদিনে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর