শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি কারিগরি কলেজে ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র দ্বিগুণেরও বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডা. হিরন্ময় হালদার কারিগরি কলেজের এইচএসসি (বি.এম) শাখার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।  জানা গেছে, আসন্ন পরীক্ষার ফরম পূরণ বাবদ কারিগরি শিক্ষাবোর্ড প্রথমবর্ষের জন্য ১২৭০ ও দ্বিতীয় বর্ষের জন্য ১৩৯৫ টাকা ধার্য করে দিয়েছে। কিন্তু ডা. হিরন্ময় হালদার কারিগরি কলেজে সবার নিকট থেকে ৩ হাজার টাকা করে আদায় করছেন জানা গেছে।

 গত বৃহস্পতিবার ফরম ফিলাপ করেছেন পরীক্ষার্থী সালাউদ্দিন খান, নিরব আকন, মফিজুল মুন্সিসহ অনেকে। তারা সবাই দিয়েছেন ৩ হাজার টাকা করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, আমাদের জিম্মি করে বোর্ডের ধার্যকৃত ফি’র দ্বিগুণেরও বেশি নিচ্ছেন কলেজ অধ্যক্ষ। এর প্রতিবাদ করলে অভিভাবক, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন বলেন, ভর্তির সময় থেকে শিক্ষার্থীদের বকেয়া বেতন, সেশন চার্জ সবকিছু মিলিয়ে ৩ হাজার টাকা নেওয়া হচ্ছে। এটা অতিরিক্ত নয়। এ বিষয়ে জানার জন্য কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. হিরন্মময় হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ডা. হিরন্ময় হালদার কারিগরি কলেজে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি শুনেছি। অধ্যক্ষকে তলব করা হয়েছে। তিনি সময় নিয়েছেন। ঘটনাটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর