বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

ফেরত গেছে অতিদরিদ্রদের ১৫ কোটি টাকা

গলাচিপা প্রতিনিধি

সময়মতো কাজ করতে না পারায় গলাচিপা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের বরাদ্দকৃত ৩২ কোটি ৩২ লাখ টাকার প্রায় অর্ধেকই ফেরত যাচ্ছে। এতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ও কক্সবাজার জেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি প্লাসপ্লাস)-এর বাস্তবায়ন কাজের জন্য গলাচিপা উপজেলার অংশের ১২টি ইউনিয়নের জন্য ২ জুন ৩২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ১১ মে কাজ শুরু হয়ে শেষ হওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৮ জুন। এ সময়ের মধ্যে ৪০ দিনের কাজের মাত্র ২১ দিন কাজ করা সম্ভব হয়েছে। বাকি ১৯ দিনের কাজ অসমাপ্ত রেখেই অবশিষ্ট ১৫ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। এতে করে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির লক্ষ্যমাত্র ব্যাহত হচ্ছে। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, আমার ইউনিয়নে মোট ছয়টি চল্লিশ দিনের প্রকল্প কর্মসূচির কাজ শুরু হয়েছিল।

সর্বশেষ খবর