বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

মো. শামীম কাদির, জয়পুরহাট

ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

জয়পুরহাটে ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। তবে চাহিদা অনুযায়ী শ্রমিক না পাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিক পাওয়া গেলেও মজুরি বেশ চড়া। জমির দূরত্ব অনুপাতে প্রতি বিঘা ধান কাটা-মাড়াইয়ে খরচ পড়ছে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা লাগছে। ফলে ঝড়-বৃষ্টির প্রভাবে পাকা ও আধাপাকা ধানের গাছ জমিতে শুয়ে ও হেলে পড়া ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধান চাষে কৃষকের খরচ হয়েছে ১৩/১৪ হাজার টাকা, সেখানে বর্তমান বাজার দর অনুযায়ী তারা প্রতি বিঘায় উৎপাদিত ১৮/২০ মণ ধান বিক্রি করে পাচ্ছেন ভেজা ধান ১৬ হাজার টাকা আর শুকনা ধান ১৭-১৮ হাজার টাকা। এর মধ্যে কয়েক মাসের পরিশ্রম যোগ করলে কৃষকের আয়-ব্যয় সমান হবে। অন্যদিকে ধানের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি না হলে লোকসানের মুখে পড়বেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা যায়, জেলায় এবার চলতি ২০২১-২০২২ রবিফসল উৎপাদন মৌসুমে ৬৯ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৪২৫ হেক্টর। কিন্তু কালবৈশাখী ঝড়-বৃষ্টির প্রভাবে পুরো জেলায় প্রায় ১৫ হাজার ৯৬২ হেক্টর বোরো ধান খেত আক্রান্ত হয়েছে এবং দুই হাজার ১৩ হেক্টর বোরো ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফসল উৎপাদনের ক্ষতি ধরা হয়েছে এক হাজার ৩৬৪ মেট্রিক টন। যার আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৩১ হাজার টাকা। এ পর্যন্ত জেলায় ৩৬ শতাংশ ধান কাটা-মাড়াই করা হয়েছে।

সর্বশেষ খবর