বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২২ আওতাধীন জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘দুর্নীতি বিরোধী সভা’ গতকাল বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত গবেষণা ও সৃজনশীল শিক্ষাদানে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। এ সুনাম ধরে রাখতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে সৃজনশীল গবেষণায় অধিক যত্নশীল হতে হবে। তিনি বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।