শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা

দুই জেলায় আরও দুই খুন

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া শেরপুরে যুবক এবং খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলায় আবদুর রশিদ (৫৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চুণ্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রশিদ ওই এলাকার মতি মিয়ার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, মসজিদের হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সংঘর্ষ বাধে। এ সময় আবদুর রশিদ গুরুতর আহত হন। তাকে উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর : নালিতাবাড়ীতে আবু সাঈদ নামে (২৬) একজন খুন হয়েছেন। বুধবার রাতে গেরামারা গ্রামে এ হত্যাকান্ড ঘটে। সাঈদ গেরামারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তি মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। হত্যার প্রাথমিক কারণ পরকীয়া বলে জানা গেছে। খাগড়াছড়ি : জেলার গুইমারায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গুইমারার হাফছড়ির ফকিরনালায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত চাইলাপ্রু মারমা (৬০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছেলে মংহ্লাপ্রু মারমাকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর