সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার একটি নদের নাম কালাডুমুর। এ নদ কয়েকটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গোমতীর সঙ্গে মিলেছে। কালাডুমুর নদের ওপর নির্মিত সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গুরুত্বপূর্ণ এ সেতুর মাঝখানের দুটি পিলার ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় ধসে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চলাচলকারীরা।

এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের। এ ছাড়া সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এমন সাইনবোর্ড টাঙিয়ে জনসাধারণকে বিকল্প রাস্তা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। স্থানীয়রা বলেছেন, কয়েক বছর ধরে সেতুটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সেতুর চারটি পিলারের মধ্যে দুটি ভেঙে গেছে। মাঝের অংশে দুটি পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। পিলারের ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে।

জানা যায়, ২০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়।  দাউদকান্দি উপজেলা প্রকৌশল কর্মকর্তা হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে কেউ আমাকে জানায়নি।

সর্বশেষ খবর