সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নাসিরনগরে ঘরে ঘরে জ্বর-সর্দি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাড়ছে জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগ। ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট। এরই মধ্যে বন্যাপরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলার ১৩ ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া মাঠকর্মীরাও বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধে কাজ করছেন। গরম অব্যাহত থাকলে জ্বর-সর্দির রোগী আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ৫ হাজার লোক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২২টি কমিউনিটি ক্লিনিকের গত ১০ দিনের সরকারি তথ্য এটি। ওষুধ ব্যবসায়ীরা জানান, বন্যার পানি কমার পর হঠাৎ ডায়রিয়া ও জ্বর-সর্দি মারাত্মকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় রোগী বেশি হওয়য়া প্যারাসিটামল জাতীয় ওষুধ সংকট দেখা দিয়েছে। এ ছাড়া কোম্পানিগুলো ওষুধের দাম বৃদ্ধি করায় সরবরাহ কমিয়ে দেওয়াকে দায়ী করছেন অনেকে। তিনি বলেন, গত পাঁচ মাসে ঠান্ডা ও জ্বর-সর্দির যে পরিমাণ ওষুধ বিক্রি হয়েছে, গত তিন দিনে এর চেয়ে বেশি বিক্রি হয়েছে। বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোতে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর