সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাঘারপাড়া পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাউন্সিলরদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আত্মীয়করণসহ ১৪ অভিযোগ এনেছেন সাতজন কাউন্সিলর। একই সঙ্গে তারা মেয়রকে বয়কট ও প্যানেল মেয়র শরীফুল ইসলামের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। যশোর প্রেস ক্লাব অডিটোরিয়ামে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরদার শহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, আইইউআইডিপি ২০১৯-২০, এডিপি ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের মেয়াদ শেষ হলেও কাজ হয়নি। মেয়র নিজের আত্মীয়-স্বজন ছাড়া কারও ঠিকাদারি লাইসেন্স নবায়ন করেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ, শাহিন আলম, ওলিয়ার রহমান, সংরক্ষিত ওয়ার্ডের শম্পা রানী, নমিতা শর্মা ও তাসলিমা খাতুন। অভিযোগের বিষয়ে মেয়র বলেন, ‘পৌরসভার আয়-ব্যয়সহ সব কাজই আইন মেনে হয়। প্রায় প্রতি মাসে বিভিন্ন ধরনের অডিট হয়। ফলে অনিয়মের কোনো সুযোগ নেই।

মেয়র বলেন, ঈদুল আজহার আগে কাউন্সিলররা প্যানেল মেয়রের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। এরপরই ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় অনাস্থার সে কাগজ মন্ত্রণালয়ে পাঠানো যায়নি। এখন সবকিছু খুলেছে, অনাস্থার বিষয়টি নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ অনাস্থার বিষয়টি কেন কার্যকর হয়নি, মূলত এ নিয়েই ওই সাত কাউন্সিলরের ক্ষোভ।

 

সর্বশেষ খবর