সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

যে গ্রামের অধিকাংশ মানুষ আর্সেনিক আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

টিউবওয়েল ও জল মটারের পানি পান করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের অধিকাংশ মানুষ আর্সেনিক আক্রান্ত হয়েছেন। গ্রামের অন্তত ৬০ জনের হাতে-পায়ে গুটি ও সারা শরীরে কালো তিল দাগসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এই গ্রামে বসবাসকারী দুই শতাধিক নারী-পুরুষই আছেন আর্সেনিকের চরম ঝুঁকিতে। জানা যায়, বেতবাড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতে আর্সেনিক আক্রান্ত রোগী রয়েছেন। সদর উপজেলা চেয়ারম্যান জানান, বেতবাড়িয়া গ্রামের অধিকাংশ মানুষ আর্সেনিক আক্রান্ত- এমন খবর শুনে সরেজমিন পরিদর্শনের পর বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জানানো হয়েছে। সেই সঙ্গে যারা আর্সেনিকে আক্রান্ত হয়েছে তাদের তালিকা করার নির্দেশসহ বেতবাড়িয়া এলাকায় দুটি বিশুদ্ধ পানির কল (ফিল্টারসহ) স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী পলাশ হাসদা বলেন, বেতবাড়িয়া গ্রামের বেশকিছু মানুষের মধ্যে আর্সেনিকের নমুনা ব্যাপকভাবে পাওয়া গেছে।

 

সর্বশেষ খবর