সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

চাল আত্মসাৎ মামলায় কারাগারে চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভয়াশ্রমকালীন জেলেদের জাটকা ইলিশ  ধরা থেকে বিরত থাকার জন্য ৪.১ টন খাদ্য সহায়তার চাল আত্মসাৎ মামলায় কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনিকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার আসামি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি এ মামলায় ১ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। উচ্চ আদালত জামিন দেওয়ার পাশাপাশি মামলাটি নিম্ন আদালতে শুনানির জন্য নির্দেশ দেন। গতকাল দুপুরে মামলার শুনানির দিনে উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান মামলার শুনানি শেষে আসামিকে জেলেদের খাদ্য সহায়তার ৮২ বস্তা (৪.১ টন) চাল আত্মসাতের কারণে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ খবর