মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

প্রকল্পের খননে পুকুরচুরি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে  মৎস্য অধিদফতর জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পে (দ্বিতীয় সংশোধিত) পুকুর খননে পুকুরচুরির অভিযোগ উঠেছে। এতে সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির সুফল ভেস্তে যেতে বসেছে। এ বছর ৩১ মার্চ কাজ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়েছে। তবে সুফল পাওয়া মৎস্যজীবীরা জানান, এ ধরনের প্রকল্পের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি তাদের। কয়েক লাখ টাকা ব্যয়ে মেহেরপুর সদরে ৪টি, গাংনী ৩টি ও মুজিবনগরে ২ পুকুর ও জলাশয় খনন করার কথা। প্রকল্পের নিয়মানুযায়ী সুফলভোগীদের মধ্য থেকে এলসিএস (লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি) কমিটি গঠন  করা হয়।

সর্বশেষ খবর