রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা ও পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাংশা উপজেলার চর আফড়া গ্রামের মো. মকছেদ শেখের ছেলে মো. সবুজ শেখ থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। মো. সবুজ পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। জানা যায়, গত বুধবার সকালে দেশব্যাপী গ্রেনেড হামলার প্রতিবাদে পাংশা কালীবাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মামলার বাদী সবুজসহ ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে যোগদানের জন্য পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এমন সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল কমির রেজা ও পৌরসভার কাউন্সিলর তাজুলসহ অন্য আসামিরা আমিসহ আমার সঙ্গে আসা নেতাকর্মীদের ওপর হামলা করে। চাইনিজ কুড়াল, হকিস্টিকের হামলায় আমার কয়েকজন নেতাকর্মী আহত হই। আহতদের স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমি এ ঘটনায় গুরুতর আহত হই।