প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারযোগে ফেনসিডিল পাচারের সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আদালত তাকে কারাগারে পাঠান। গ্রেফতার জহিরুল ইসলাম (৪২) জেলার আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুরের বাসিন্দা। গোমতী নদীর টিক্কার চর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। মেজর সাকিব বলেন, ‘বৃহস্পতিবার বিকালে টিক্কার চরে অভিযানের সময় সীমান্ত এলাকা থেকে আসা একটি প্রাইভেট কার তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভিতর ১৮৯ বোতল ফেনসিডিল পাই। ফেনসিডিল ও বহনকারী প্রাইভেট কারসহ আটক ব্যক্তিকে আমাদের কার্যালয়ে নিয়ে আসি। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানতে পারি অভিনব কায়দায় প্রাইভেট কারের পেছনের অংশে গ্যাস সিলিন্ডারের ভিতরে মাদক পরিবহন করছেন। কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করছেন। কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।