শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার শাখাহার ইউনিয়নের আলিগাঁও গ্রামের মৎস্যজীবী সুকমল সরকারের ইজারা নেওয়া পুকুরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে গতকাল মৃত মাছ ও পোনা ভেসে ওঠে। মৎস্যজীবী সুকমল সরকার জানান, দীর্ঘদিন থেকে ৩ দশমিক ৬০ একর আয়তনের সরকারি পুকুরটি তিনি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। তবে পুকুরটি নেওয়ার পর থেকেই একটি চক্র তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই জেরে রাতে পুকুরে বিষ দিয়ে ৪০০ মণ মাছ মেরে ফেলা হয়েছে। বাজার মূল্য কয়েক লাখ টাকা। তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও এনজিও এর কাছ থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলাম লাভের আশায়। পুকুর পাহারায় দুজন লোক নিয়োজিত ছিল তারপরও এ ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারলাম না। গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে পুকুরে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে তা পরীক্ষা করে দেখা হবে। গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর