নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আসল সংখ্যালঘু তারা, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়। এ ছাড়া বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমরা সবাই এ দেশের নাগরিক। যারা সাম্প্রদায়িকতা করে এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি করে তারা দেশ ও জাতির শত্রু। তারাই ইসলামকে খাটো করেছে। তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দিকনির্দেশনা মেনে চলতে চায় না। ধর্ম কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ লালন কওে না। যারা ধর্মের কথা বলে এবং ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, অর্থনীতি ও সমাজব্যবস্থা ধ্বংস করে দিতে চায়, তাদের রুখে দিতে হবে। গতকাল সকাল ১১টায় দিনাজপুরের বিরলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল পৌর এলাকার কামারপাড়ায় বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল উপজেলা চত্বরে মৎস্য অধিদফতর কর্তৃক মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ ও উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া ক্লাব/প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্ব ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ স্বামী বিভাত্নানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।