রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মুরাদনগর থানার ওসি প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি

জরুরি কাজে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। গতকাল সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটে পড়েন তিনি। এ সময় ফোন করেও মুরাদনগরের ওসিকে পাননি তিনি। এ ঘটনার কিছু সময় পরই ওসি আবুল হাসিম স্ট্যান্ড রিলিজের আদেশ পান। দুপুরে ওসিকে মুরাদনগর থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহীম। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। ওসি আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার ওই সড়কপথে সকালে ব্রাহ্মণবাড়িয়া যাবেন- এমন তথ্য আমার কাছে ছিল না। আমি প্রত্যাহারের চিঠি পেয়েই থানার দায়িত্ব বুঝিয়ে দিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন করে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর