শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খুলনায় ট্রিপল মার্ডারের তদন্তে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কয়রায় বাবা-মা ও মেয়ে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা, যেনতেন তদন্ত ও নিরীহ মানুষদের হয়রানির অভিযোগ করেছেন এলাকাবাসী। মামলার তদন্তভার বাদীর দাবি অনুযায়ী দ্রুত সিআইডি, পিবিআই বা র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি জানান তারা। বামিয়া গ্রামে গতকাল মানববন্ধনে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, ট্রিপল হত্যায় ‘সীমানা পিলার ও তক্ষকের ব্যবসা’ সংক্রান্ত লেনদেন থাকলেও পুলিশ তদন্তে বিষয়টি এড়িয়ে গেছে। তারা এ হত্যার পেছনে ‘বিকৃত যৌন লালসা, প্রতারণামূলক আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কে টানাপোড়ন’ উল্লেখ করে কয়েকজনকে জোরপূর্বক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করেছে; যারা আদালতে দেওয়া ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বাতিলের আবেদন করেছেন।

সর্বশেষ খবর