মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
রেলের ইঞ্জিন লাইনচ্যুত

তদন্ত কমিটি গঠন

নাটোর প্রতিনিধি

নাটোরের আবদুলপুর জংশন স্টেশনে বগিসহ ইঞ্জিন লাইচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। গত রবিবার বিকালে আবদুলপুর জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০) ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কারও গাফিলতি বা অবহেলা আছে কি না তা খতিয়ে দেখতে রবিবার রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবদুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন মাহমুদ গতকাল তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করছেন।

রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা অবহেলা থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর