মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষক হয়রানি বন্ধের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি বন্ধ এবং সার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসককে গতকাল স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা কমিটি। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম মাস্টার, সদস্য ওয়াজিউর রহমান রাফেল প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে গাইবান্ধায় ইউরিয়া, পটাশসহ বিভিন্ন সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

ডিলাররা দিনে দোকান বন্ধ রেখে রাতে গোপনে বেশি দামে সার বিক্রি করছেন। স্মারকলিপিতে আরও বলা হয়, সার ও তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই কৃষক সংকটে আছেন। তার ওপর সারের কৃত্রিম সংকট তাদের মহাসংকটে ফেলে দিয়েছে। অবিলম্বে কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর