মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার সিদ্ধান্তের ঘোষণার প্রতিবাদসহ চার দফা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলা চত্বরের সামনে ঢাকা-শিমুলতলী সড়কের পাশে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পরে তারা ভাওয়াল রাজবাড়িতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।

কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ১২ আগস্ট শিক্ষামন্ত্রীর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরের ঘোষণা দেওয়া হয়। ডিপ্লোমার মেয়াদ তিন বছরে কমিয়ে আনা হলে চাকরির ক্ষেত্রে গ্রেট কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে বলে শিক্ষার্থীরা মনে করছে। এ জন্য শিক্ষার্থীরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বজায় রাখার জন্য দাবি তোলেন। এ ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি করেছে শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষামন্ত্রীর এ ঘোষণা থেকে সরে না এলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনে গাজীপুরের রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট ও গাজীপুর বিজ্ঞান কলেজসহ জেলার কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।

সর্বশেষ খবর