মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঋণের চাপে আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে ঋণের চাপে সোহাগ নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গত রবিবার গভীর রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সোহাগ একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। নিহতের স্ত্রী রোমানা জানান, তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান আছে। সোহাগ গার্মেন্টে কাজ করতেন। হঠাৎ চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে নানাজনের কাছ থেকে ঋণ করেন সোহাগ। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এতে সোহাগ বাড়ির দরজার সামনে থাকা আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মা সুফিয়া বেগম জানান, সোহাগকে ১০ বছরের শিশু রেখে তার বাবা মারা যান। তখন থেকে সোহাগ সংসারের হাল ধরেছেন। গার্মেন্টে কাজ করে সংসার চালাতেন। নিহতের চাচাতো ভাই মঞ্জু জানান, সোহাগ ভালো ক্রিকেট খেলত। নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় গিয়ে ক্রিকেট খেলে সুনাম কুড়িয়েছেন সোহাগ। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বিষয়টির আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর