মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নরসিংদীতে গণধর্ষণের আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি শরীফ হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানার নয়াদিল বাসুদেবপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য জানান। শরীফ হাসান রায়পুরা উপজেলার রাশেদ মিয়ার ছেলে। র‌্যাব আরও জানায়, প্রবাসীর স্ত্রী  দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। ২১ আগস্ট রাতে দুই শিশু পুত্রকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ওতপেতে থাকা আসামি শরীফ হাসান ও তার সহযোগী শাহপরান দুজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর হাত-পা-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে শিশু সন্তানদের গলায় ছুরি ধরে জিম্মি করা হয়। সন্তানদের সামনে গৃহবধূকে পালাক্রমে নির্যাতন ও একাধিকবার ধর্ষণ করে দুই যুবক। ধর্ষণে বাধা দিলে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনা কাউকে জানানো হলে তাকে এবং ছেলেদের হত্যার হুমকি দেয় ধর্ষকরা। এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ করেন নির্যাতিত নারী। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গণধর্ষণকারী ও মামলার প্রধান আসামি শামীমকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের নয়াদিল (বাসুদেবপুর) গ্রামের মন্নাফ মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে।

 

 

সর্বশেষ খবর