শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা গতকাল পাবনার আমিনপুর থানার নগরবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ হালখাতায় বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানার ৭০ জন সিমেন্ট ব্যবসায়ী অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের নর্থ উইং হেড (সেলস) জিল্লুর রহমান। পাবনায় কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স ফিরোজা ট্রেডার্সের স্বত্বাধিকারী এ এম আসাদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের পাবনা এরিয়া সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শফিক, বেড়া টেরিটোরি সেলস ম্যানেজার মাসুদ পারভেজ। অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ এম সাজিদউল্লাহ ও আবু মোহাম্মদ আহসানুল হাবিব। প্রধান অতিথি বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। সে কারণে পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ, রংপুরের গঙ্গাচড়া সেতু, খুলনার রুপসা সেতু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো স্থাপনায় এ সিমেন্ট ব্যবহার হয়েছে। কিং ব্র্যান্ড সিমেন্টের প্রতি ভোক্তার আস্থাও দিন দিন বাড়ছে। হালখাতা অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন সাঁথিয়া থানার রিটেইলার মেসার্স রবিউল ইসলাম ট্রেডার্সের প্রোপ্রাইটার রবিউল ইসলাম।
অনুষ্ঠান শেষে সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশ নেন।