সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভেঙেছে কালভার্ট, দুর্ভোগে ছয় গ্রামের মানুষ

শ্রীমঙ্গল প্রতিনিধি

ভেঙেছে কালভার্ট, দুর্ভোগে ছয় গ্রামের মানুষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিঘাট চা বাগানের কালিঘাট-ধলই সড়কে একটি কালভার্ট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার ছয় গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ।  প্রতিদিন এই কালভার্ট দিয়ে চারটি চা বাগান, দুইটি খাসিয়াপুঞ্জি ও ১টি গারো পল্লীর মানুষরা শহরে আসতেন। কৃষকরা বাজারে নিয়ে আসতেন তাদের উৎপাদিত কৃষিজ পণ্য। শিক্ষার্থীরা আসতেন স্কুল কলেজে। এলাকাবাসী জানান, কালিঘাট চা বাগানের ১৬ নম্বর সেকশন কালিঘাট-ধলই সড়কের এই কালভার্টটি দীর্ঘদিন ধরেই নড়েবড়ে করছিল। গত ১৩ আগস্ট মাটি ধসে কালভার্টটি ভেঙে যায়। এতে গত ২২ দিন ধরে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকার মানুষ ও শিক্ষার্থীরা স্কুল কলেজে যাওয়া আসা করছেন ছড়া পার হয়ে। কৃষকরা তাদের কৃষি পণ্য বাজারে আনছেন অতিরিক্ত ভাড়া দিয়ে। সিএনজি চালক শাহিন মিয়া বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষরা দুর্ভোগে পড়েছেন। কালভার্টের মুখ পর্যন্ত এসে যাত্রীদের নামিয়ে দিতে হয়। পরে ছড়া পার হয়ে অন্য গাড়িতে করে যাত্রীরা শহরে আসেন। গর্ভবতী দুই জন চা শ্রমিক সিএনজির মধ্যেই বাচ্চা প্রসব করেছেন। বাগান মালিক ময়না মিয়া বলেন, কালভার্ট ভেঙে পড়ায় জিপগাড়ি চলাচল করছে না। আমাদের বাগানে উৎপাদিত লেবু, আনারস, মরিচ, পান  আড়তে নিয়ে যেতে দুই থেকে তিন গুণ ভাড়া বেশি দিতে হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জঙ্গলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক এসএনএম মাহবুব আলম মিছবাহ্ বলেন, কালভার্টটি ভেঙে পড়ায় দিন দিন ভোগান্তি বাড়ছে। আমরা প্রক্রিয়াজাত চা পাতা শহরে উঠাতে পারছি না। দ্রুত যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করলে চা শিল্পের পাশাপাশি লেবু আনারস বাগান মালিকরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান বলেন, কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে।

সর্বশেষ খবর