মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবি ছাত্রীকে হত্যার অভিযোগে স্বামী শ্বশুর জেলে

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রী নিশাত তাসনীম ঊর্মি (২৪) হত্যার অভিযোগে স্বামী আফাকুজ্জামান প্রিন্স ও শ্বশুর হাসেম শাহের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রবিবার বিকালে মেহেরপুর আদালতে তাদের জামিন আবেদন করলে তাদের আবেদন না মঞ্জুর করেন। এদিকে ঊর্মির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে হত্যাকান্ডের শিকারের অভিযোগে ঊর্মির পিতা গোলাম কিবরিয়া গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে স্বামী প্রিন্স, প্রিন্সের পিতা হাসেম শাহ ও প্রিন্সের মা রিক্তা খাতুনকে। শুক্রবার সকালে প্রিন্স ও তার পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আর আত্মগোপনে প্রিন্সের মা। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, ঊর্মির পিতার মামলায় গ্রেফতার প্রিন্স ও হাসেম শাহকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছিল।

 

সর্বশেষ খবর