বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কৃষিতে জনপ্রিয় আলোকফাঁদ

দিনাজপুর প্রতিনিধি

কৃষিতে জনপ্রিয় আলোকফাঁদ

ফসলি জমিতে ক্ষতিকর পোকা দমনে দিনাজপুরে আলোকফাঁদ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে। আর্থিক সাশ্রয়ের পাশাপাশি কীটনাশকমুক্ত চাষাবাদে ফসলের জমিতে আলোকফাঁদ বসানো হয়। কৃষি বিভাগের পরামর্শে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় বসানো হচ্ছে এ ফাঁদ। এতে কৃষকের অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমছে, আর ফসল থাকছে বিষমুক্ত। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আলোকফাঁদ স্থাপন ও তার ব্যবহার সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে ফসলের জন্য ক্ষতিকর পোকা শনাক্ত এবং নিধনের লক্ষ্যে ঘোড়াঘাট উপজেলার চার ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩টি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়ে আলোক ফাঁদ পদ্ধতি স্থাপন ও ব্যবহার সম্পর্কে অভিহিত করছেন। তাদের দেখে এখন প্রতিদিনই কোনো না কোনো মাঠে কৃষকরা নিজেরাই আলোক ফাঁদ স্থাপন শুরু করেছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, আলোক ফাঁদ হচ্ছে ফসলের ক্ষতিকর ও উপকারী পোকা মাকড় শনাক্ত করার পদ্ধতি। যা শনাক্ত করার পর কোনো ফসলে কী জাতের পোকা আক্রমণ করল, সেই অনুযায়ী কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষকদের দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর