বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জাল সনদে শিক্ষকতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে জাল সনদে তিন ব্যক্তি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। এদের মধ্যে এমপিওভুক্ত দুজন এবং একজন নন এমপিওভুক্ত। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) ওয়েবসাইটে প্রকাশিত দুই পর্বের প্রতিবেদনের তালিকায় এই তিন শিক্ষকের নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, তিন শিক্ষকের মধ্যে দুজনের একাডেমিক ও একজনের শিক্ষক নিবন্ধন সনদ সঠিক পাওয়া যায়নি। জাল সনদধারী শিক্ষকরা হলেন, নন এমপিওভুক্ত সৈয়দপুরের লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মেরিনা মান্নান এবং সাতপাই উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত সহকারী শিক্ষক আবদুল মতিন ও আজিজুল ইসলাম। ডিআইএ প্রকাশিত তথ্য মতে, ২০১৩ সাল থেকে চলতি বছরের ২৫ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সনদ যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে ওই তিন শিক্ষকের সনদ ভুয়া পেয়েছে সংস্থাটি। নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ডিআইএ থেকে জাল সনদে শিক্ষকদের চাকরি নেওয়ার বিষয়টি জেনেছি। এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর