বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উদ্ধার হওয়া ৯১ পাখি মুক্ত আকাশে

নাটোর প্রতিনিধি

উদ্ধার হওয়া ৯১ পাখি মুক্ত আকাশে

নাটোরের গুরুদাসপুরে শিকারির হাত থেকে উদ্ধার করা ৯১টি পাখি অবমুক্ত করা হয়েছে। পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে গতকাল সকালে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন।

জানা যায়, ভোরে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে পরিবেশকর্মী আবু হেনা মোস্তফা কামাল, মেহেদী হাসান তানিম ও রাসেল আহমেদ ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও মশিন্দা ইউনিয়নের হাঁসমারি গ্রামের মাঠে অভিযান চালান। তারা ১০টি শালিক, ৭০ ঘুঘু পাখি, বক, কোড়া, ডাহুকসহ ৯১টি পাখি উদ্ধার করেন। এ ছাড়া ৩০০ মিটার কারেন্ট জালের ফাঁদ, লোহার ৫০ মিটার ফাঁদ ও ১২টি খাঁচা ধ্বংস করা হয়েছে। শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর