শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রধান আসামি বাদ দিয়ে চার্জশিট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ তিনজনকে বাদ দিয়ে বিজিবি ও পুলিশ সদস্যসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। বাদী ও সাক্ষীদের সঙ্গে কোনো কথা না বলেই চার্জশিট দাখিল করায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

জানা যায়, গত বছর ২২ নভেম্বর ধামরাই উপজেলার বাস্তা চৌরাস্তায় দুনিগ্রামের সামছুল হকের ছেলে ইসরাফিলকে খুঁটির সঙ্গে বেঁধে এলাকার কথিত শান্তি কমিটির সদস্যরা ব্যাপক নির্যাতন করেন। এ ঘটনায় ইসরাফিলের ভাই আবদুল আউয়াল বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন কথিত শান্তি কমিটির সভাপতি আবদুল মজিদ, আবদুর রহমান, সামছুল হক, নাজমুল শিহাব, মজিবুর রহমান, রাজন আলী, নজুমুদ্দিন, নাসিমা, রাশেদা। দীর্ঘ তদন্ত শেষে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, শান্তি কমিটির নেতা সামছুল হক, নাজমুল শিহাবকে অভিযোগপত্র থেকে নাম বাদ দিয়ে সূত্রাপুর গ্রামের বিজিবি সদস্য রাশেদুল আলম সুজন, মাদারপুর গ্রামের পুলিশ সদস্য মনির হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

 

সর্বশেষ খবর