বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মেহেরপুরে শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম স্থগিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম স্থগিত

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী ৮২ হাজার ৩০০ শিশুর করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর স্বাস্থ্য বিভাগ আপাতত স্থগিত ঘোষণা করেছে। মেহেরপুর শহরের শহিদ ক্যাপটেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ ছাড়া  জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে ৪০টি বিদ্যালয়ে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জাওয়েহারুল আনাম সিদ্দিকী বলেন, সারা দেশের মতো মেহেরপুরেও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন পাওয়ার পর আগামী ১৭ অথবা ১৮ তারিখ থেকে পুনরায় এ কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ খবর