রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় ইবি ছাত্র আহত মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় ইবি ছাত্র আহত মহাসড়ক অবরোধ

ট্রাকের ঢাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তাওহীদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ৫-৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পরিবহনে আটকে থাকা যাত্রীরা। জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে আহত হন তাওহীদ। পুলিশের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। এরপর রাস্তা অবরোধ ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি স¦াভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পিড ব্রেকার ও ফুট ওভারব্রিজ স্থাপনের দাবি জানান। পরে উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা আলোচনায় বসেন। এতে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

সর্বশেষ খবর