রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ধলেশ্বরীতে হঠাৎ ভাঙন

হুমকিতে ঘরবাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি

হুমকিতে ঘরবাড়ি

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে দুই শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদীর পাড় ভেঙে যাওয়ায় বসতবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। সরেজমিন দেখা যায়, এলাসিন থেকে ভারড়া ভায়া সলিল হয়ে যাওয়ার বেড়িবাঁধ সড়কের একাধিক স্থানে ভাঙছে নদী। ইতোমধ্যে কয়েকটি বাড়ি প্রায় বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, আমরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। ঋণ করে ঘরবাড়ি নির্মাণ করেছি-এখন তা বিলীন হওয়ার পথে। আমরা অনেক কষ্টে আছি। আরেক বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, আমাদের এখানে বহু জমি নদীতে হারিয়ে যাচ্ছে। শতাধিক ঘরবাড়ি বিলীন হওয়ার পথে। পাউবো টাঙ্গাইল জেলার প্রধান নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর