রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাবলিজে জলমহাল ইজারা, বঞ্চিত মৎস্যজীবীরা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়মেদী জলমহাল ইজারা নীতিমালা লঙ্ঘন করে সাবলিজ নিয়ে বেআইনিভাবে ভোগ-দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে বঞ্চিত হচ্ছেন হাওরপাড়ের প্রকৃত মৎস্যজীবীরা। এ সংক্রান্ত অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন আলিমুল ইসলাম নামে স্থানীয় এক মৎস্যজীবী। জানা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের বড়মেদী বিল গ্রুপ জলমহাল ১৪২৯-১৪৩৪ বাংলা মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় বছরের জন্য ইজারা নেয় শান্তিগঞ্জ উপজেলার সাপেরকোনা মৎস্যজীবী সমবায় সমিতি। সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন বার্ষিক ৩০ হাজার টাকা দরে জলমহালটি সাবলিজে দেন জয়সিদ্ধি গ্রামের ফুজায়েল আহমদকে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দিলে সমিতির সঙ্গে চুক্তি বাতিল করেন ফুজায়েল। পরে স্থানীয় একজনের কাছে জলমহালটি আবার সাবলিজ দেয় সাপেরকোনা মৎস্যজীবী সমিতি। কাগজে-কলমে সাপেরকোনা মৎস্যজীবী সমিতি জলমহালের ইজারাদার হলেও সাবলিজ নিয়ে ভোগদখল করছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে জলমহাল ইজারা দিয়ে পিছিয়ে পড়া মৎস্যজীবীদের উন্নয়ন-সংক্রান্ত সরকারি পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। সাবলিজ নেওয়া শিহাব উদ্দিন বলেন, বিলের মালিক শান্তিগঞ্জ উপজেলার সাপেরকোনা মৎস্যজীবী সমিতি। তাদের কাছ থেকে নিয়ে ভাগীনামা চুক্তি বলে আমরা ভোগদখল করছি। দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বড়মেদী বিল নিয়ে কিছু সমস্যা হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

 

সর্বশেষ খবর