রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বালু তোলা নিয়ে সংঘর্ষ

ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি

ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান রিপনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মিজানুর রহমান রিয়াদ নামে এক ব্যক্তি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন। নুর আলম ও শাকিল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সোনাগাজী উপজেলার কলমিচর এলাকা নামক স্থানে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অন্য দুজন হলেন বারইয়ারহাটের হিঙ্গুগুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক অশোক সেন ও চমানপুর ইউনিয়ন যুবলীগ কর্মী সাইদ খান দুখু। সোনাগাজী মডেল থানার ওসি খালিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে, যাতে অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর