রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অচেতন করে মালামাল লুট, দুজন হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বসবাসরত ডাক্তার সুরেশ কুমার দাশের পরিবারের সদস্যদের চেতনাশক ওষুধ খাইয়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার, ৭০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চেতনাশক ওষুধ প্রয়োগের ফলে ওই বাড়ির ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী অসুস্থ হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার সুরেশ কুমার দাশের স্ত্রী মলিনা রানী জানান, স্বামী বাড়িতে না থাকায় তিনি ও তার ভাড়াটিয়ারা শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তিনি দেখতে পান দুটি জালানার গ্রিল ভাঙা এবং ঘরের মালামাল তছনছ করা। তখন তিনি অন্যরুমে থাকা ভাড়াটিয়া মুকেশ কান্তি ও তার স্ত্রী চন্দনা রানীকে ডাক দিলে সাড়া পাননি। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর