রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হচ্ছে গম আমদানি

দেশের বাজারে দাম কমার আশা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

নির্ধারিত সময়ের মধ্যে পুরনো এলসির বিপরীতে গম রফতানি শেষ করতে না পারায় সময়সীমা বাড়িয়েছে ভারত সরকার। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরনো এলসির গম আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। আমদানি শুরু হলে দেশের বাজারে গমের দামের দাম কমে আসবে বলেও জানিয়েছেন তারা। হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, পুরনো এলসির গম রফতানি শেষ করতে না পারায় ভারতীয় রফতানিকারকরা মেয়াদ বাড়ানোর জন্য সে দেশের হাইকোর্টে মামলা করেন। গত ১৩ অক্টোবর সেই মামলার রায় দিয়েছেন আদালত। তাতে সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। এতে বন্দর দিয়ে পুরানো এলসির গম আমদানি অব্যাহত থাকবে। তবে কবে রফতানি শুরু করবে ভারত এ বিষয়ে নির্দিষ্ট তারিখ জানা যায়নি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে সবশেষ গত ২৯ সেপ্টেম্বর ২৮টি ট্রাকে ১ হাজার ৩৫ টন গম আমদানি হয়েছিল। এরপর দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা আটদিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

পূজার ছুটি শেষে ৮ অক্টোবর বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য শুরু হলেও এখন পর্যন্ত গম আমদানি হয়নি।

সর্বশেষ খবর